০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

ডিআইইউতে যুগোপযোগী পাঠ্যসূচিতে অর্থনীতি বিভাগ

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯ হাজারের অধিক। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এ ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষক পাঠদানে নিয়োজিত আছেন। বর্তমানে ভাইস চ্যান্সেলর হিসেবে রয়েছেন বুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে রয়েছেন অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। এ ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের পাশাপাশি আইন, ব্যবসায় প্রশাসন, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ফার্মেসি, হিউম্যান রাইটস অব ল, ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালু রয়েছে। বর্তমানে এ ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে গুরুত্বসহকারে পাঠদান করানো হয়। অর্থনীতি বিভাগের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ জানান, ২৭ বছরে এই বিশ^বিদ্যালয় থেকে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছে। পাশ করা শিক্ষার্থীরা দেশে বিদেশে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে সেবাদানের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছে। অর্থনীতি বিভাগের গুরুত্ব অনুধাবন করেই এ ইউনিভার্সিটিতে যুগোপযোগী পাঠ্যসূচি প্রণয়ন ও পাঠদান দেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শওকত আরা হোসেন বর্তমানে এ ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞানের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটি তুলনায় এখানকার শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা বেশি। কারণ এখানে যথাযথ পাঠদান দেয়া হয়।
ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেন, ২৮ বছরের অভিজ্ঞতালদ্ধ এ ইউনিভার্সিটির সব কোর্স পরিপূর্ণতা লাভ করেছে। ফলে শিক্ষাথীরা এর সুফল ভোগ করতে পারছে। বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান ডা. শহীদুল কাদির পাটোয়ারী বলেন, এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এবিএম. মফিজুল ইসলাম পাটোয়ারী মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করেন। তাই অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে টিউশন ফি কম। কিন্তু শিক্ষার মানের দিক থেকে আমরা আপস করি না। উল্লেখ্য, এখানে অর্থনীতি বিভাগে চার বছরের অনার্স কোর্সের ফি মাত্র দুই লাখ ৫০ হাজার টাকা। এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সাতারকুলে স্থাপন করা হয়েছে। যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০। ক্যাম্পাস : ৬৬, গ্রিনরোড, ঢাকা। ফোন : ০১৬১১৩৪৮৩৪৪-৮। ক্যাম্পাস : বাড়ি-০৪,সড়ক-০১, ব্লক-এফ, বনানী, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬১-৪


আরো সংবাদ



premium cement




up